শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও নজিরবিহীনভাবে দুদকে তলবের ঘটনায় আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও নজিরবিহীনভাবে দুদকে তলবের ঘটনায় আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

 

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও ধৃষ্টতামূলকভাবে দুর্নীতি দমন কমিশন- দুদক এ তলব করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের পাঁচ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দুদকে এই ধরনের তথাকথিত তলব শুধু নজিরবিহীনই নয়, এই ধরনের ঘটনা দেশের সংবিধান, সংসদীয় আইন, রুলস অফ বিজনেস সহ সকল বিধি বিধান ও রীতিনীতির জঘন্য লঙ্ঘন। অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী খুনি ইউনুস ও তার সহযোগী জঙ্গিগোষ্ঠী যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে একটি মধ্যযুগীয় ব্যবস্থা চালু করেছে, এই ঘটনা সেটি প্রমাণ করে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং দেশের অসংখ্য বরেণ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত প্রহসনমূলক ও মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে। এর ধারাবাহিকতায় তারা এখন কাল্পনিক ও মিথ্যা দুর্নীতির মামলা দায়ের করছে। অসাংবিধানিক ও অবৈধ এই অপশক্তি বিচারবিভাগ সহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি এবং দেশের মেধাবী ও দেশপ্রেমিক পেশাজীবী গোষ্ঠীকে নির্মূল করার মতো পৈশাচিক কাজে ব্যবহার করছে। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, রাষ্ট্রের উপর চেপে বসা এই অসাংবিধানিক অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিদেশীদের কাছে বিকিয়ে দিচ্ছে। দেশ বিক্রির সকল আয়োজন তারা সম্পন্ন করেছে। ইতোমধ্যে তারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশ আজ দুর্ভিক্ষের মুখোমুখি। সারাদেশে মবতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষকে নিরাপত্তাহীন করেছে। দেশ আজ আইনের শাসন ও ন্যায় বিচার শূন্য। আইনের শাসনের পরিবর্তে তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। ‌ এদের কর্মযজ্ঞ দেশ ধ্বংসের প্রক্রিয়া মাত্র। সার্বিক ঘটনা প্রবাহ বিবেচনায় মনে হচ্ছে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আজ দেশপ্রেমিক জনগোষ্ঠীর বিরুদ্ধে একাত্তুরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। আমরা এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকাররূপী জঙ্গিগোষ্ঠীর এই দেশধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। দেশকে রক্ষা করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn