শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

তামিলনাড়ু ও কেরালায় ১৭ জন বাংলাদেশি গ্রেফতার

তামিলনাড়ু ও কেরালায় ১৭ জন বাংলাদেশি গ্রেফতার

 

ভারতে ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ু ও কেরালায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। র মধ‍্যে তামিলনাড়ুর তিরুপুরেই গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। সূত্রে প্রকাশ, জাল কাগজপত্র নিয়ে অবৈধভাবে থাকার অভিযোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি ) তামিলনাড়ুর তিরুপুরে ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তারা হোসিয়ারি ইউনিটে চাকরি নিতে তিরুপুরে এসেছিলেন বলে জানা গেছে। এদিকে অবৈধভাবে থাকার অভিযোগে কেরালায় ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) কেরালার কোচি শহরের ভেন্নালায় অবৈধভাবে বসবাসকারী ওই ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ বালজিথ (৩১) এবং মোহাম্মদ বাবু (৩৬)। তারা ২ জনেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn