শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাসিরনগরে দুই গোষ্ঠীর বিদ্যমান সংঘর্ষে নিহত ১, আহত ১০! : দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ছয় মাসে ৩ খুন!

নাসিরনগরে দুই গোষ্ঠীর বিদ্যমান সংঘর্ষে নিহত ১, আহত ১০! : দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ছয় মাসে ৩ খুন!

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে আরো এক কৃষক খুন হয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই সিরিজ খুনের ঘটনা ঘটে। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. হাসান জামিল খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস যাবত ঝগড়া-ফ্যাসাদ ও সংঘর্ষ চলে আসছিল। গত বছরের ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামে একজন নিহত হয়। এরকিছু দিন পর গত ২১ এপ্রিল সালাম মেম্বারের গোষ্ঠীর জোহরালী মিয়া নামে একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান।

উল্লেখ্য,দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্বে সোনাতলা গ্রামে গত ছয় মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কেল আলীসহ উভয় পক্ষের মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত গোষ্ঠীগত দ্বন্দ্বে আধিপত্য বজায় রাখতেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো.হাসিন জামিল খান বলেন, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn