শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রঙের উৎসবে সুরার ফোয়ারা ! পুরুলিয়ায় দোল- হোলিতে ১১ কোটির মদ বিক্রি 

রঙের উৎসবে সুরার ফোয়ারা ! পুরুলিয়ায় দোল- হোলিতে ১১ কোটির মদ বিক্রি

 

 

রঙের ফোয়ারার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় পাল্লা দিল মদের ফোয়ারা ও। ঝাড়খন্ড ছুঁয়ে থাকা এই জেলায় দোল- হোলিতে রেকর্ড মদ বিক্রি হল। ছাপিয়ে গেল রঙের দিনে গতবারের বিক্রি বাটার রেকর্ড ও। ২০২৪ এ দোল- হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে ৮ কোটির বেশি টাকার রাজস্ব আসে। সেই জায়গায় এবার ৩ কোটি বেশি হয়ে ১১ কোটি ছাড়িয়ে গিয়েছে। যা এই জেলার নিরিখে দোল- হোলির উৎসবে রেকর্ড। পুরুলিয়া জেলা আবগারি দপ্তর সূত্রে প্রকাশ, গত বছর রঙের উৎসবের চেয়ে এবার মদ বিক্রির নিরিখে ২৩•২১ শতাংশ রাজস্ব বেশি ঢুকেছে সরকারের ঘরে। পুরুলিয়ার আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, ” এবার রঙের উৎসবে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গত বছরের চেয়ে এবার রঙের দিনে ২৩•২১ শতাংশ বেশি রাজস্ব মিলেছে।” রঙের উৎসবের মতো গত দুর্গাপুজাতে ও এই জেলায় ভালো মদ বিক্রি হয়। কিন্তু এবার দোল- হোলিতে যেভাবে মদের ফোয়ারা উড়েছে তাতে আবগারি দপ্তরের কর্তারাও খানিকটা অবাক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn