
শীলঘাটা গ্রামের সম্ভাবনাময় যুবক, আত্মমানবতার সেবায় নিবেদিতপ্রাণ, করোনাকালীন সময়ের সন্মুখযোদ্ধা, ক্রিয়েটিভ ইউনিভার্সিটিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তাপস বড়ুয়া গত ১ এপ্রিল সীতাকুণ্ডতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ৩ দিন আইসিউ তে চিকিৎসাধীন থাকার পর ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন।শীলঘাটা পরিনির্বাণ বিহারে তার অনিত্যসভা সম্পন্ন।পরবর্তীতে তাপস বড়ুয়ার পারলৌকিক শান্তি, সুখ কামনায় পরিবারবর্গ আত্নীয় স্বজন, বন্ধুমহল প্রজেক্টর মাধ্যমে ৯ এপ্রিল সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে গত ৯ এপ্রিল অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়। রাহুলরত্ন স্থবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি, শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ, বিমুক্তিবারিধি রত্নপ্রিয় মহাস্থবির। আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন চেমী কপিলাবাস্তু বিহারের অধ্যক্ষ কথাশিল্পী দীপংকর মহাস্থবির। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাকরআলীবিল ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ শাক্যমিত্র মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদান করেন মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ এস. ধর্মতিলক স্থবির। আরো দেশনা প্রদান করেন আনন্দপ্রিয়, দীপানন্দ ভিক্ষু, সুমঙ্গল মহাথেরো, জ্যোতিপ্রিয় স্থবির, প্রিয়জিৎ স্থবির, শীলমিত্র স্থবির, শান্তমিত্র স্থবির, বিশ্বমিত্র স্থবিরসহ ৪০ জনের অধিক ভিক্ষু, শ্রামণ উপস্থিত ছিলেন।
দায়কদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জয়সেন বড়ুয়া, শিক্ষক মানবেন্দ্র বড়ুয়া।
প্রত্যেকেই প্রয়াত তাপস বড়ুয়ার গুণকীর্তনের কথা স্মরণ করে পূর্ণদান করেন এবং তাপস বড়ুয়ার অসমাপ্ত কাজগুলো সম্মিলিতভাবে সম্পাদন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। সংঘদান শেষে সকলে প্রয়াত তাপস বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন ও জ্ঞাতী স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।