
লিথিয়াম হাউস চট্টগ্রাম’র উদ্বোধন
নগরীর নন্দনকানন ১২৮নং গোলাপ সিং লেইন ইউনাইটেড ইলেক্ট্রিক মার্কেটে দোকান নং ৩০ এ লিথিয়াম হাউস চট্টগ্রাম’র উদ্বোধন গত ৩ মে ২০২৫ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মো. ইলিয়াছ খান আইয়ুব, শেখ মো. আমির উদ্দিন, মো. ফোরকান, মো. ইকরাম পাশা, লায়ন মো. জানে আলম, মো. আবদুল মালেক, সুব্রত সেবক বড়ুয়া, মো. সেলিম উল্লাহ খান, মো. আবদুল মান্নান, তরুণ কান্তি দাশ, মো. জানে আলম, মোহাম্মদ আলম, এস.এম আতাউর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ, মো. সরোয়ার জামান, টিটু কুমার দাশ, লায়ন বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ।
এই লিথিয়াম হাউসে ইউপিএস এর লিথিয়াম ব্যাটারী, আইপিএস এর ব্যাটারী, ইন্টারনেটের ক্যাবল, প্যাথক্রোর সিটিজি। মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
Post Views: ৪