শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিরলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বিরল উপজেলার ১ নম্বর আজিম ইউনিয়নে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া ০২৩৪ মিশন স্কুলে গোল টেবিল বৈঠকের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠানে হয়েছে।

২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বিরল উপজেলাধীন ১নং আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া ০২৩৪ (মিশন) স্কুলে গোল টেবিল বৈঠকের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সমাজের সকল শ্রেনীর জনগণের সাথে সুসম্পর্ক এবং যৌথ উদ্যোগের মাধ্যমে যে কোন সমস্যা মোকাবিলায় ভুমিকা রাখা বিষয়ে স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, সাংবাদিক, আইন প্রয়োগকারী, সম্প্রদায়ের অভিজাত ব্যক্তি এবং প্রকল্পের উপকার ভোগী জনগণ অংশ গ্রহণের মাধ্যমে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া কেন্দ্র ইনচার্জ আনন্দ মোহন রায় এর সভাপতিত্বে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে মতবিনিময় সভায় উল্লেখিত বিষয়ের উপর মতামত প্রদান করেন উপজেলাধীন ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো: সেলিমুর রহমান, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপণ কুমার রায়, বিরল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (শামু) (সাংবাদিক) , বিরল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (সাংবাদিক), আজিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাসেল, সমাজ সেবক কমলা কান্ত রায়, সমাজ কর্মী প্রভাত রায়, পুরোহিত মনিচ, স্থানীয় মসজিদের খতিব মোসলেম উদ্দিন প্রমূখ।
উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া ০২৩৪ এর আওতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে অত্র ইউনিয়নের ৩ শতাধিক শিশু সুবিধাভোগী রয়েছেন। এছাড়াও সুবিধাভোগী শিশুর পরিবারের জন্য বিভিন্ন আত্মসামাজিক উন্নয়নের কাজ করে প্রকল্পটি। গোল টেবিল এর মাধ্যমে মতবিনিময় সভায় মাদক, বাল্য বিবাহ, ও শিশু শ্রম থেকে প্রতিকার ও করণীয় বিষয়ে আলোচনা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn