সোমবার - ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু

কুমিল্লা নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু

 

 

কুমিল্লার নাঙ্গলকোটে রেলওয়ে স্টেশনের আউটার সংলগ্ন এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (৪ মে) সকাল আনুমানিক ৮টার দিকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

রবিবার কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এবিষয়ে কুমিল্লা নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। পরে দ্রুত লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১৪ বছর হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় এখন পযর্ন্ত নিহতের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn