শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কালিহাতীর নিশ্চিন্তপুরে বাসন্তী পূজার পরিসমাপ্তি, শোভাযাত্রায় বিসর্জন

কালিহাতীর নিশ্চিন্তপুরে বাসন্তী পূজার পরিসমাপ্তি, শোভাযাত্রায় বিসর্জন

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর এলাকার নিশ্চিন্তপুরের মাঝিপাড়ায় ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজার সমাপ্তি অনুষ্ঠান।

গত ৭ মার্চ (সোমবার) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বাসন্তী পূজা। শোভাযাত্রায় অংশ নেন এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী ভক্তবৃন্দ। পূজার প্রতিটি মুহূর্তজুড়েই ছিল ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের ছোঁয়া।

পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ বাবু বলেন, বাসন্তী পূজাকে ঘিরে নিশ্চিন্তপুরে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়। তবে দুঃখের বিষয়, দিন দিন এই পূজা হারিয়ে যাচ্ছে। এখন খুব কম সংখ্যক মানুষ বাসন্তী পূজা আয়োজন করেন। আমরা চাই, এই ঐতিহ্য যেন টিকে থাকে। প্রতিবছর যেন বাসন্তী পূজা করতে পারি, এটাই আমাদের প্রার্থনা।

এভাবেই ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালেন দেবী। এখন অপেক্ষা, আবার একটি বছর পর পূজার আনন্দে মাতোয়ারা হওয়ার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn