শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল ধান্যখোলা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জন নারী পুরুষ ও শিশু কে আটক করেছে। সোমবার সকালে বেনাপোল ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আব্দুল গনি।

আটকরা হলো মোঃ মিলন মোল্লা (২৭ ),পিতাঃ মোঃ বাকি মোল্লা, গ্রামঃ বাগডাঙ্গা, পোস্টঃ বাগডাঙ্গা, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল,মোঃ সাইদুল ইসলাম (২৭), পিতাঃ মোঃ মনামিয়া, গ্রামঃ সাতবাড়িয়া, পোস্টঃ পিরুলি বাজার,থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল,মোঃ শিমুল ( ৩২) পিতাঃ মোঃ শামসুর রহমান, গ্রামঃ তেতুলিয়া, পোস্টঃ খেদাপাড়া, থানাঃ মনিরামপুর জেলাঃ যশোর,মোছাঃ করিমন বিবি (৫০), পিতাঃ মোঃ আদিল মোল্লা, গ্রামঃ বাইনা, পোস্টঃ গইরীগুনা, থানাঃ কেশবপুর, জেলাঃ যশোর, মোছাঃ জান্নাত (২৪), পিতাঃ মোঃ শাহেদ শিকদার, গ্রামঃ ছোট বাগডাঙ্গা, পো+থানা+জেলাঃ নড়াইল, মোসাঃ বন্যা (২২), পিতাঃ মোঃ মিরাজ মোল্লা, গ্রামঃ বাগডাঙ্গা,পোস্টঃ বাগডাঙ্গা, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল,মোসা সোহাগী(০২), পিতাঃ মোঃ শাহেদ শিকদার, গ্রামঃ বাগডাঙ্গা, পোস্টঃ চাচুড়ি বাজার, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল,মোছাঃ হালিমা( ০৪), পিতাঃ মোঃ সাইদুল ফকির, গ্রামঃ সাতবাড়িয়া, পোস্টঃ পিরলী বাজার, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল, ও মোসাঃ সোয়াইফা, পিতা মোঃ আল আমিন শেখ, গ্রামঃ আমবাড়ি,পোস্টঃ নড়াইল, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn