বুধবার - ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া আশা ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা। এতে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের অংশগ্রহণে বিভিন্ন দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।

২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় বাগুটিয়া ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। কিন্তু সে জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধে। তাই একজন শিক্ষক যদি নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত না করেন, তাহলে শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে না। আশা শিক্ষা কর্মসূচির এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে।

প্রশিক্ষক নিখিল চন্দ্র পাল বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। শিক্ষাকে যদি জীবনগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে শিক্ষাদানের মানও যুগোপযোগী হতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের সেই দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব (সবুজ) ও সাংবাদিক শুভ্র মজুমদার। তারা শিক্ষার মানোন্নয়নে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের দায়িত্ব ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সুপারভাইজার বাপ্পি আহমেদ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাগণ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক এবং শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষা প্রদানের পথ তৈরি করে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn