শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হাটহাজারী গুমান মর্দ্দনে হারুন ভান্ডারের বার্ষিক ওরশ শরীফ ১৯ মে

দরবারে-এ-গাউসুল আযম মাইজভা-ারীর বাগানের মহান সূর্য মারাজাল বাহারাইন মূর্শেদেনা ছৈয়্যদেনা বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ)”র অন্যতম খলিফা যুব কমপ্লেক্সের চেয়ারম্যান খ্যাত শাহসূফী হযরত সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (কঃ)”র পবিত্র ওরশ শরীফ হারুন ভা-ার দরবার শরিফে রওজাপাকে ১৯ মে ২০২৩ইং মহা সমারোহে অনুষ্ঠিত হবে। হারুন ভান্ডার ওরশ এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে রওজা শরীফ গোসল, হযরত বাবাজানের জীবন দর্শনের উপর আলোচনা, খতমে কোরান, ওয়াজ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। উক্ত ওরশ শরিফে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত জানিয়েছেন হারুন ভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন বাবাজানের ছোট ভ্রাতা আলহাজ্ব মীর কামাল উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn