বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের একটি পকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের  বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়  সূত্রে জানা যায়, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পরিত্যক্ত একটি পুকুরে আলেয়া বেগম নামে এক নারী একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। স্থানীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চান্দু শেখ বলেন, পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ সকালে পুকুর পা‌রে পেঁপে পারতে গিয়ে আমার বোন দে‌খে কিছু একটা ভাসছে। পরে কাছে গিয়ে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আমি তখন মা‌ঠে কাজ কর‌ছিলাম। আমা‌কে জানা‌নোর  সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই।পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পঁচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn