
রাউজানে কৃষি প্রণোদনা পেল ৩ হাজার ৬২০ জন কৃষক – কৃষাণী
রাউজানে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি পুনবার্সন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, ভুট্টা, মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার কৃষক- কৃষাণীকে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এমপি এ বি ফজলে করিম চৌধুরী এর উদ্যোগে বারি সরিষা ১৭ জাতের ৩ হাজার কেজি বীজ প্রদান ও রবি প্রণোদনা পেল ৬২০ জন কৃষক- কৃষাণী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিতরণ করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ . বি . এম ফজলে করিম চৌধুরী এম.পি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুম কবির,ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, প্রিয়োতোষ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।