
মোরেলগঞ্জে ভূমি মেলার উদ্বোধন
দেশব্যাপী ভূমি মেলার অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জেও ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
থানার ওসি মো. মতলুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিস্বাশ, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য আপা শারমিন আক্তার, প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইমলাম, সাধারণ সম্পাদক গণেশ পাল এ সময় উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি মালিকদের প্রয়োজনীয় সেবা প্রদান ও পরামর্শের জন্য পৃথক পৃথক স্টল সাজানো হয়েছে।
Post Views: ৫২