শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পুরুলিয়ায় খেলা চলাকালীন আচমকাই বজ্রপাত ! ক্রিকেটারের মৃত্যু 

পুরুলিয়ায় খেলা চলাকালীন আচমকাই বজ্রপাত ! ক্রিকেটারের মৃত্যু

 

 

ক্রিকেট মাঠে বজ্রপাত। মৃত্যু হল এক উদীয়মান ক্রিকেটারের। রবিবার ( ২৩ মার্চ) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুড়া থানার বিশপুরিয়া হাইস্কুল ময়দানে। মৃতের নাম মিলন পতি (২৩)। তাঁর বাড়ি হুড়া থানা এলাকার গ্রামেই। স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিন বিশপুরিয়া হাইস্কুল ময়দানে ক্রিকেট খেলা চলছিল। আচমকাই ক্রিকেট খেলা চলাকালীন মাঠে বজ্রপাত হয়। আঘাত পান মিলন। এক সিভিক ভলান্টিয়ারের উদ‍্যোগে তাঁকে হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন‍্য সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তার আগেই মৃত্যু হয়েছে যুবকের। উল্লেখ্য, গত ৪ দিনে জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পর পর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn