বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ৬টি গাঁজার গাছসহ যুবককে আটক

পঞ্চগড়ে ৬টি গাঁজার গাছসহ যুবককে আটক

 

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে একটি বাদাম ক্ষেত থেকে গাঁজার গাছ এবং
নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ রতন ওরফে লাবু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় অভিযান চালিয়ে রতন ওরফে লাবু (৩০) কে গ্রেফতার করে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত রতন পঞ্চগড় সদর থানাধীন পানি মাছ পুকুরী গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হোসেনের নেতৃত্বে উপজেলার মাছ পুকুরী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সে সময়ে রতনের হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তার বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর ওজন আনুমানিক ২ কেজি ৮০০ গ্রাম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গ্রেফতার রতনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু করা হয় এবং পরদিন শনিবার( ২৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn