শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে  মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ঢাকা ও আশপাশের ফায়ার সার্ভিসের সব ইউনিট। এরই মধ্যে অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র‌্যাবের সদস্যরা ও একটি হেলিকপ্টার।।

কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের মার্কেটে । এরই মধ্যে মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

 তবে আগুনে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কি না তা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।
দেখা গেছে, এরই মধ্যে বঙ্গবাজার মার্কেটের আশপাশের ভবন থেকে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘুমের মধ্যে আগুনের খবর পেয়ে ব্যবসায়ী ও তাদের স্বজনরা এসে নিজ কাঁধে করে বড় বস্তা ও ব্যাগে মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ ভ্যান ও রিকশা ব্যবহার করেও মালামাল সরিয়ে নিচ্ছেন। যাদের দোকান ইতোমধ্যে পুড়েছে তারা কাদছেন ও বিলাপ করছেন। খবর পেয়ে ব্যবসায়ীরা অনেক দূর থেকে ঘুম হতে ওঠে ঘটনাস্থলে আসছেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn