বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

নরসিংদী তে মাদক নিয়ে হত্যায় তিনজন গ্ৰেফতার

নরসিংদী তে মাদক নিয়ে হত্যায় তিনজন গ্ৰেফতার

নরসিংদীতে মাদক নিয়ে বাকবিতন্ডে শুভ মিয়া(২০) নামে একজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২৫ ইং মে ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী এর পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন।

নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান(২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন(২১) এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম(২৪)। তারা প্রত্যেকেই একে অপরকে বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো।

পুলিশ সুপার জানান, গত ০৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রীজের পাশে শুভসহ হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য একজন বন্ধু মোট পাঁচজন মিলে একত্রে মাদক সেবন করছিলো। মাদক সেবনকালে মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সাথে হাবিবের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হাবিবুর শুভর গলাচেপে ধরে কিল, ঘুষি, মারতে থাকে। সাথে থাকা কবির, নাঈম ও ‘অন্য একজন বন্ধুও শুভর নাকে মুখে এলোপাথারী কিল, ঘুষি মারতে থাকে।পরে পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঘর বাঁধার একটি দড়ি দিয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে ধরে। একপর্যায়ে শুভ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। পরে শুভর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে দিয়ে চারজন পালিয়ে যায়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ইং মে ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার (২১মে) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি আহম্মদ নাঈমকে গ্রেপ্তার করা হয়। এসময় হাবিবুর রহমানের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিহত শুভ এবং আসামিরা প্রত্যেকেই একে অপরের বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

এছাড়া বাকি আসামিকে ধরতে অভিযান চলমান বলে জানান পুলিশ সুপার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn