বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার -১

লোহাগড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার -১

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় (১৪) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। ওই স্কুলছাত্রী লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত নুরনবী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রামের নূরমিয়া শেখের ছেলে।

পুলিশও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৭ এপ্রিল) সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে স্কুলে গেলে, স্কুল গেটের সামনে থেকে নুরনবী তাকে জোর করে তুলে নিয়ে লোহাগড়া পৌরসভায় একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ওই স্কুলে দিয়ে যায়। স্কুল ছাত্রী ওই স্কুলের প্রধান শিক্ষককে ঘটনা খুলে বলে । পরে ওই স্কুলছাত্রীর বাবা লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতেই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নুরনবীকে লাহুড়িয়া থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, রবিবার ধর্ষণের ঘটনা ঘটলে ওইদিন দিবাগত রাতে আমরা নুরনবীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn