নরসিংদির রায়পুরায় (২৩ জুন ) দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার সকালে রায়পুরা উপজেলা চত্বরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেককাটা ও আলোচনা সভায়, রাধানগর ইউনিয়ন ৭নং ওয়াড আওয়ামী লীগের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা পরে সন্ধায় মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেককাটায় অংশ গ্রহণ করেন রিয়াদ আহমেদ সরকার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদকন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু। যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান। মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুর রউফ, রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস,
রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নরসিংদী জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি- এডভোকেট বিল্লাল হোসেন বেলাল, রাধানগর ইউনিয়ন ৭নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি শেখ বাবুল চৌধুরী, রাধানগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিপন, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান লিটন। রায়পুরা উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক আরমান। মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বশির উদ্দিন রইছ, রায়পুরা উপজেলা মৎসজীবী লীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা, মোঃ মতিন মিয়া, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা শিশু মিয়া, রায়পুরা পৌরসভা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। রায়পুরা পৌরসভা ছাত্রলীগ সহসভাপতি তানভীর আহমেদ। রায়পুরা পৌরসভা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক- ফারদিন আহমেদ। রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাহাত প্রমূখ।এসময় দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: ২৪০