ঢাকায় মিরপুরে মাইজভাণ্ডারী খলিফা সম্মেলন ও ট্রাস্টের সভায় সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিরোধীদের বিরুদ্বে সজাগ থাকতে হবে
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সাধারণ সভা আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদোগে ১০ জুন দুপুরে ঢাকার মিরপুর-১ (শাহ আলী বাগে) খলিফা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। সভাপতির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি), আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম, মইনীয়া মহিলা ফোরাম নেতৃবৃন্দ সারাদেশে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাই মাইজভাণ্ডার দরবার শরীফ সবসময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অস¤প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। মাইজভাণ্ডারী অনুসারিরাও সর্বদা এ মহৎ কাজে সহযোগিতা করে যাচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে দেশে বিদেশে গভির ষড়যন্ত্র হচ্ছে। আমরা শান্তিকামী জনগণ শান্তিতে বিশ্বাসী। আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ চাই না। আমরা চাই যথা নিয়মে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাবস্থা করবেন। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে জনগণকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিরোধীদের বিরুদ্বে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব আল্হাজ্ব শাহ্ মো: আলমগীর খান আল্-মাইজভাণ্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির কো চেয়ারম্যান মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, মোঃ মনির হোসেন, বিএসপি মহাসচিব অ্যাড. মোঃ আব্দুল আজিজ সরকার, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ আক্কাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, খলিফা মোশারফ হোসেন দর্জি, খলিফা ফজর আলী, বিএসপি মুন্সিগঞ্জ জেলা সভাপতি খলিফা আব্দুল বারী, নরসিংদী জেলা সভাপতি তৌফিক ইকবাল চৌধুরী পলক প্রমুখ।