বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

 

রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামান স্টোর নামক দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।

নিহত রুবেল সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা এবং মৃত আলম সরদারের ছেলে। পুলিশ জানায়, তিনি একটি ডাকাতির প্রস্তুতির মামলার জামিনে ছিলেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

রুবেলের মৃত্যুকে ঘিরে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। তার ছোট ভাই জুয়েল সরদার জানান, রাত ১১টার দিকে আমি ভাইকে বাড়িতে দেখেছি। সকালে খবর পাই তার মরদেহ দোকানের সামনে পড়ে আছে। তার শরীরে ধুলা ও আঘাতের চিহ্ন ছিল। মনে হয়েছে, কারো সঙ্গে ধস্তাধস্তির পর তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই ময়নাতদন্তে যদি স্বাভাবিক মৃত্যু প্রমাণিত হয়, তবে কোনো অভিযোগ থাকবে না। তবে যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে ন্যায়বিচার চাই।

রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল আমাদের মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন এবং পরে মেয়ে হুমায়রাকে আমার কাছে দিয়ে চলে যান। সকালে শুনি, তার মরদেহ পাওয়া গেছে। আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn