
বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অব্যাহতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন জমা দিয়ে প্যানেল মেয়র-১ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়াদ শেষ হওয়ার পাঁচদিন আগেই তিনি দায়িত্ব হস্তান্তর করলেন।
নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের আগে নগর ভবনের কর্মকর্তাদের কাছে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নতুন মেয়রকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পরে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের দেয়া বিদায়ী সংবর্ধনা নিয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, আজ ৯ নভেম্বর সকাল ১০টায় নগর ভবনে আসেন বিদায়ী মেয়র। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবরে সিটি মেয়রের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন। ওই আবেদন নিয়মতান্ত্রিকভাবে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
স্বপন আরও বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তার দায়িত্বে থাকার মেয়াদ ছিল। কিন্তু পাঁচদিন আগে তিনি অব্যাহতি নেওয়ায় প্যানেল মেয়র-১ রুটিন দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব গ্রহণ করবেন।
প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন জানান, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সকালে নগরীর মুসলিম গোরস্থানে তার প্রয়াত মা সাহান আরা বেগমের কবর জিয়ারত করেন। সেখান থেকে নগর ভবনে যান। নগর ভবনের সামনে অস্থায়ী মঞ্চে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরে প্যানেল মেয়র-১ গাজী নইমুল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করে।
করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিদায়ী মেয়র বলেন, ‘আজ থেকে আমি জনতার কাতারে ফিরে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। কর্মকালীন সময়ে কারও মনে যদি ব্যথা দিয়ে থাকি মনে রাখবেন না। সবই করেছি, সিটি করপোরেশনের জন্য। ব্যক্তিগত স্বার্থ আমার ছিল না। সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ১৪ তারিখ নতুন মেয়র আসবেন। আপনারা তাকে বরণ করবেন। তাকে সবধরনের সহযোগিতা করবেন। আমি আছি, ইনশাআল্লাহ আমি থাকব। নতুন মেয়র যে কোন বিষয়ে ডাকলে আমাকে পাশে পাবেন।
নগর ভবন থেকে বেরিয়ে হেটে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে যান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে নগরীর সদর রোড লাইন রোডের প্রবেশ মুখে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বিদায়ী সংবর্ধনা নেন তিনি। সেখান থেকে কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে গিয়েছেন। প্রায় এক কিলোমিটার পথের দুই পাশে অপেক্ষমাণ জনতা তাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
নগরীর প্রধান সড়ক সদর রোড দীর্ঘ সময় বন্ধ রেখে এ অনুষ্ঠানের কারণে পথচারী, যানবাহন চালকসহ সাধারণ মানুষদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
২০১৮ সালের ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ২০২৩ সালে পঞ্চম পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পান তার চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তিনি গত ১২ জুনের ভোটে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।