
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে চারটায় উপজেলার ভলাকুট বাজার মাঠে ভলাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো: বরকত উল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান বলেন,শহীদ জিয়ার সংগঠন বিএনপিতে কোন ধরনের আওয়ামী দোসরদের স্থান নেই।“গণতন্ত্রের ছদ্দবেশে আওয়ামী বাকশালী শেখ হাসিনা একটি অপশাসনের বীজ বপন করে দীর্ঘ প্রায় পনেরো বছর সাত মাস বাংলাদেশে দূঃশাসন চালিয়েছিল। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছি।”শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। দলের ত্যাগী নির্যাতিত এবং আওয়ামী দু:শাসনের সময় মিথ্যা মামলা হামলায় আক্রান্তদেরকে আগামী দিনের দলের ঐক্য ভ্রাতৃত্ব এবং যে কোন ধরনের দেশ ও সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে,এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন সফল করতে হবে।