
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলার নতুন কমিটি গঠন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সরিষাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর মেহেদী হাসানকে সভাপতি এবং পাঁচগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং ফেনী জেলা এডহক কমিটির আহ্বায়ক শাহনা আমিন গত ২৩ মে স্বাক্ষরিত এক স্মারকে ফেনী সদর উপজেলার নতুন এই কমিটি অনুমোদন দেন।এতে উল্লেখ করা হয় ইতিপূর্বে স্মারক নং-১৭ বিগত ০৩/০৩/২০২৫ খ্রি.এই অনুমোদিত ছয় মাস মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং নতুন কমিটি অনুমোদন করা হলো।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক পাঁচগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশাহজাহান নতুন কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিনে শিক্ষক সমিতির কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে এবং প্রাথমিক শিক্ষকদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন।