আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী দেয়া উপহারের ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন। জানাগেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৬শত ২১ জন অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাল জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,পৌর সভার নিবাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ,আতাউর রহমান,মমতাজ উদ্দিন পারভেজ,কাউন্সিলর হারান দত্ত প্রমুখ।
Post Views: ৮৬