মঙ্গলবার - ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনাম

    নরসিংদীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে একজনকে হত্যা

    নরসিংদীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে একজনকে হত্যা

     

    নরসিংদীর পৌর শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগা মাঠে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রানা মোল্লা নামে একজনকে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এসময় তুষার নামে অপর একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।
    ঘটনাটি ঘটে সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় শহরের পৌর ঈদগাহ মাঠে।
    নিহত রানা মোল্লা (৩৬) শহরের কাউরিয়া পাড়া মহল্লার সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃত আলী আকবর এর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে পৌর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিল রানা মোল্লা ও তুষার নামে এক সহযোগী। এ সময় পিছন থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কোপাতে থাকে। এসময় সন্ত্রাসীরা রানা মোল্লার গাঢ়ের উপর কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে ফেলে। তার সাথে থাকা তুষারও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে নরসিংদী সদর হাসপালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহমুদুল কবির বাসার রানা মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন এবং গুলিবিদ্ধ তুষারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রানার মৃত্যু হয়। অপরজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
    এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মামলা হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn