বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

দিল্লিতে ই- চাজিং স্টেশনে বিধ্বংসী আগুন, ঝলসে ২ জন নিহত 

দিল্লিতে ই- চাজিং স্টেশনে বিধ্বংসী আগুন, ঝলসে ২ জন নিহত

 

রবিবার (২৫ মে) সকালে ভারতের রাজধানী দিল্লির শাহদরা এলাকার একটি ই- চাজিং স্টেশনে ভয়াবহ আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২ যুবকের। আহত হয়েছেন ৪ জন। পুলিশ ও দমকলবাহিনী সূত্রে প্রকাশ, রবিবার (২৫ মে ) সকালে হঠাৎ চাজিং স্টেশনটিতে আগুন লাগে যায়। মুহূর্তের মধ‍্যে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ২ ঘন্টার অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার সময় স্টেশনটির ভিতরেই ঘুমাচ্ছিলেন ২ যুবক। আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম যথাক্রমে, ব্রিজেশ (১৯) এবং মণিরম (১৮)। তাঁরা মধ‍্যপ্রদেশের বাসিন্দা। কি কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn