
জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা
আজ ৩০ শে নভেম্বর শনিবার, পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো , জেলা লোকসংস্কৃতি ও এবং আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব , পাঁশকুড়া পৌরসভার নারায়ণ দীঘি বীর পূজারী সংঘ ময়দানে।
পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যাবস্থাপনায় , পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি সহ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও পাঁশকুড়া পৌরসভার সহযোগিতায় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাক ,বাদ্য, , আদিবাসী নৃত্য,বেনিপুতুল, পুতুল নাচ, বহুরুপী, বাউল সহ বিভিন্ন জেলার নানা প্রান্তরের বিভিন্ন শিল্পীদের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এই সুন্দর অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র, অতিরিক্ত জেলা প্রশাসক সৌভিক চট্টোপাধ্যায়, পাঁশকুড়া এক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মন্ডল, নন্দকুমার মিশ্র, অপর্ণা ভট্টাচার্য, অভয়া দাস, মামনি জানা, পম্পা সাঁতরা রাউত, অসিত ব্যানার্জি, শহিদুল ইসলাম,সহ অন্যান্য অতিথিরা,
এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় এলাকাবাসী খুশি, থাকছে তিন দিন ব্যাপী যাত্রা, বাউল,গাজন নৃত্য, সমবেত ভাটিয়ালী গান, লাঠি খেলা, কবি গান, পুতুল নাচ সহ অন্যান্য অনুষ্ঠান।