বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

জমা জলে বিদ‍্যুতের তার, কেরলে প্রাণ গেল ২ ভাইয়ের

জমা জলে বিদ‍্যুতের তার, কেরলে প্রাণ গেল ২ ভাইয়ের

 

 

সম্প্রতি লাগাতার বর্ষণে জল জমে ছিল ভারতের কেরলের কোঝিকোরের বহু এলাকায়। তেমনই একটি রাস্তায় রবিবার (২৫ মে ) ছিড়ে পড়েছিল হাই ভোল্টেজ বিদ‍্যুতের তার। সেই জলে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ নাবালকের। তারা সম্পর্কে ২ ভাই। পুলিশ সূত্রে প্রকাশ, ২ নাবালকের নাম, নীতিন বিজু (১৩) ও ইভিন বিজু (১১)। এদিন তাদের বাড়ির সামনে জমা জলে হাই ভোল্টেজ বিদ‍্যুতের তার খসে পড়েছিল। সেই জলে পা দিতেই বিদ‍্যুৎস্পৃষ্ট হয় তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ২ ভাইকে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ২ নাবালকের সঙ্গে বড় কেউ ছিল না। তারা কি জমা জলে মাছ ধরছিল, নাকি ফল ধুতিতে গিয়েছিল বা অন‍্য কাজে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn