গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার উদ্যোগে ৭ এপ্রিল শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দীনের সঞ্চালনায় হাজী আব্দুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ মুছা, আলহাজ্ব মুহাম্মদ সিরাজ উদ্দিন চৌধুরী, হাজী মুহাম্মদ ইউছুফ আলী, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, মুহাম্মদ শাহাব উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম, মুহাম্মদ মাসুদ মিয়া, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, মুহাম্মদ ফজলুল হক ফারুক, মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, ডা. এ.কে. সামশুদ্দিন রাসেল, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ মনির হোসেন মনু, মুহাম্মদ জাহেদুল ইসলাম জিকু, মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ নাছির উদ্দিন ফকির। বক্তারা বলেন, দুনিয়াবি স্বার্থ হাসিলের প্রতিযোগিতা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সকল ধরনের গর্হিত কাজ ত্যাগ করতে হবে। তবেই ঈমকানের পরিপূর্ণতা আসবে। মাহে রমজান সিয়াস সাধনার মাধ্যমে মানুষকে গর্হিত কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। সেই সাথে সম্প্রীতির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকেও বলীয়ন করে।