বুধবার - ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে  জরিমানা আদায়

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে  জরিমানা আদায়

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার  এলেঙ্গাতে পোল্ট্রি ফিডের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।  মঙ্গলবার ( ৬ মে )  দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন এবং কালিহাতী থানা পুলিশের একটি দল।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং বৈধ লাইসেন্স না থাকায়  তালুকদার পোল্ট্রি ফিড-কে ১০ হাজার টাকা এবং সরকার পোল্ট্রি ফিড-কে ১৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

ইউএনও খায়রুল ইসলাম জানান, “জনস্বার্থে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn