বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত

জাতীয় পতাকা ও জাতীয় সংগীত’র অবমাননাকর বক্তব্য, আচরণ ও কর্মকান্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে
শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত করে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উদীচী ও খেলাঘরের আয়োজনে এ প্রতিবাদ জানানো হয়।

খেলাঘর শরীয়তপুর জেলা শাখার সভাপতি সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতির অ্যাডভোকেট মোছাচ্ছের বাবুল, উদীচীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ডিএম আলমগীর প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অস্বীকার করে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারাই আজ জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অবমাননা করছে। উদীচীর মঞ্চে এবং কার্যালয়ে যারা হামলা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn