
চট্টগ্রামের সরিৎ প্রকাশনের “বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ ” আমেরিকার লাইব্রেরি কংগ্রেসে
————————————
নূতন প্রজন্মের হাত ধরে গড়াবে ইতিহাস ও ঐতিহ্য। বিশ্বের সীমানায় এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ চট্টগ্রামের সরিৎ প্রকাশন।
সরিৎ প্রকাশন এর স্বত্তাধিকারী সরিৎ চৌধুরী অন্ধকারে আলো ছড়িয়ে সমাজের কল্যাণ চিন্তায় কাজ করে আসছেন দীর্ঘদিন।
“রুচির ভিন্নতা তার প্রধান আকর্ষণ ” এ স্লোগান ধারণ করে প্রকাশনা শিল্পের পথিকৃৎ প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্ন নিয়ে এগিয়েছেন স্বমহিমায়। গত এক বছরের অনন্য সৃস্টিশীল কাজ হলো– আরজ আলী স্মারক বক্তৃতা – ড. আহম্মদ শরীফ স্যারের বইটি পটিয়া বই মেলাতে প্রকাশিত হয়। গত বছর অক্টোবর – ২০২৩ এ প্রকাশিত হয় বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ। গত রাসপূর্ণিমা উপলক্ষে অধ্যক্ষ চন্দা চক্রবর্তীর ” রাসোরস ” প্রকাশিত হয়। একাদিক লিটল ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক।এবার ঈদে প্রকাশিত হচ্ছে ম্যাগাজিন
” ঈদ আনন্দন “।
অতীব গুরুত্বপূর্ণ আনন্দের সংবাদ হলো,আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেসে স্হান করে নিল “বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ – বেলা শেষের গান “। সম্পাদক ও প্রকাশক হিসেবে তার এ অনন্য মননশীল নিদর্শন বাংলাদেশের প্রকাশনা শিল্পের দৃষ্টান্ত হিসেবে সমাদৃত হবে।
বিশ্বের খ্যাতনামা মর্যাদাপূর্ণ
“ইউ এস লাইব্রেরি অফ কংগ্রেস” এ বিশেষভাবে স্থান করে নিয়েছে। ৪০ জনের অধিক গুণী লেখক, গবেষক ও প্রকাশক স্থান করে নিয়েছেন বিশ্ববিখ্যাত গ্রন্থাগারে।
প্রকাশকসহ সংশ্লিষ্ট লেখক, গবেষক, পাঠক ও শুভ্যানুধারীদের জানাই অসীম অতল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এমন অর্জনে বাংলা ভাষার সাহিত্য ভান্ডারকে বিশ্বময় নন্দিত ও জাগ্রত করেছে।