শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

 

আজ ২৭ ফেব্রুয়ারি দুপুর ১৫.০০ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবিব পলাশ। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সহ সকল ইউনিটের পুলিশ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য পুলিশের সকল ইউনিটকে আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন। সিএমপি পুলিশ লাইন্সে পানির সুব্যবস্থা ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। পুলিশকে সঠিক আইন প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তবে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। এছাড়াও চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন দেশে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn