
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের ঘর আলো করে রেখেছে দুই বছরের কন্যা ভামিকা কোহলি। এদিকে ফের মা হতে চলেছেন আনুশকা। বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। এদিকে গুঞ্জন উঠেছে, দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা।
গুঞ্জনের কারণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও, যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”
যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও কাজ করছেন অভিনেত্রী। রয়েছে প্রযোজনা সংস্থাও। বি-টাউনের অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো সংসারে মন দেবেন নায়িকা।
এদিকে দ্বিতীয়বার মা হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি আনুশকা। জানা গেছে, গতবারের মতো এবারও শেষের দিকে ঘোষণা দেবেন। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। তবে কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন আনুশকা। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না।
সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেসময় বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না প্রকাশের অনুরোধ করেন। পাশাপাশি এও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।