বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ভূমি অফিস এর আয়োজনে ২৫ মে রবিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
প্রেস কনফারেন্সে সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

এ কনফারেন্সে প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গণেশ পালসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

তিন দিনব্যাপী দেশজুড়ে ভূমি মেলার অংশ হিসেবে ভূমি মন্ত্রনালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহযোগিতায় আগামি ২৫, ২৬ ও ২৭ মে মোরেলগঞ্জেও ভূমি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোন ধরণের সেবা ও পরামর্শের জন্য একটি ভূমিসেবা ষ্টল থাকবে। এছাড়াও মেলায় সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে একজন কর্মকর্তা নিযুক্ত থাকবেন,ও ভূমি মেলায় মোরেলগঞ্জ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn