বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

কাছাড় পুলিশ ৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ৩ জন গ্রেফতার 

কাছাড় পুলিশ ৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ৩ জন গ্রেফতার

 

২ যুবতী সহ ৩ জনকে মাদকদ্রব্য সমেত আটক করল আসামের কাছাড়জেলা পুলিশ। ৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়। কাছাড় পুলিশের এক বৃহৎ সাফল্য। শনিবার (২৪ মে) জাতীয় সড়কের সোনাবাড়িঘাট অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে এস২৬ এ ২৫২২ নম্বরের একটি চার চাকার বাহনের গতিরোধ করে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত সহ আটক করেন ৩ পাচারকারীকে। ১কেজি ৩ শত ৩৯ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড়পুলিশ। আটককৃতরা হলেন যথাক্রমে চিনলাম (৩৭), মহামদা (৩২) ও শাহরুখ আলি (২৫)। চিনলাম মনিপুরের চুড়াচাঁদপুরের বাসিন্দা। বাকি ২ জন আসামের বরপেটা জেলার। রবিবার (২৫ মে) কাছাড়জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো জানান, বহিঃরাজ‍্যে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল হেরোইন গুলি। আটক করা ৩ জনকে পুলিশ ব‍্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল‍্য ৬ কোটি ৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn