বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

মুম্বইয়ে ডাক্তারি পড়ুয়া তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ ! গ্রেফতার ৩

মুম্বইয়ে ডাক্তারি পড়ুয়া তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ ! গ্রেফতার ৩

 

 

ভারতের মহানগরী মুম্বইয়ে ডাক্তারি পড়ুয়া তরুণীকে গণধর্ষণ। ফ্ল‍্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল নির্যাতিতার ২ সহপাঠী ও তাদের পরিচিত ১ বন্ধুর বিরুদ্ধে। ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, নির্যাতিতা তরুণী আদতে কেরলের বেলাগাভির বাসিন্দা। তিনি মুম্বইয়ে সাংলিতে একটি এমবিবিএস কলেজের ছাত্রী। গত ১৮মে নির্যাতিতা ২ বন্ধুর সাথে রাতে থিয়েটারে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করেন। সিনেমায় যাওয়ার আগে ১ বন্ধুর কথায় তার ফ্ল‍্যাটে গিয়ে ওঠেন নির্যাতিতা। সেখানে তাঁকে মদ‍্যপান করান বন্ধুরা। তরুণী অবচেতন হয়ে পড়লে ৩ জন মিলে তাঁকে ধর্ষন করে বলে অভিযোগ। কাউকে বিষয়টি জানালে তরুণীকে প্রাণে মারার হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভয়ে এতদিন কিছু বলেননি তরুণী। তবে অবশেষে পরিবারকে সেই ভয়ংকর রাতের কথা জানান নির্যাতিতা। তারপরই শুক্রবার (২৩ মে) বিশরমবাগ থানায় অভিযোগ জানায় তরুণী। সেই প্রেক্ষিতে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ‍্যে। তাদের বাড়ি পুণে, সোলাপুর এবং সাংলিতে। ধৃতদের আদালতে তুললে বিচারক আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn