
ফেনীর দাগনভূঞায় ফসলি জমিতে অবৈধভাবে মাটিকাটায় তিনটি এস্কেভেটর জব্দ
ফেনীর দাগনভূঞায় ফসলি জমিতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি এস্কেভেটর অকেজো করে জব্দ করা হয়।ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন।শুক্রবার(২৩ মে) রাতে দাগনভূঞা পৌরসভা ও রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি এস্কেভেটর জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন দাগনভুঞা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহিদুল আলম ও প্রশাসনের কর্মকর্তারা।তাদের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই এস্কেভেটর তিনটি অকেজো করে দেওয়া হয়।অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,ফসলি জমির উর্বরতা নষ্ট করে মাটি কাটার কোনো সুযোগ দেওয়া হবে না।উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাটি কাটা প্রতিরোধ করতে নিয়মিত অভিযান চলবে বলে জানান।