
ফেনীর ফুলগাজী বাজারে আগুনে পুড়ে ছাই চারটি দোকান,নিঃস্ব চার ব্যবসায়ী
ফেনীর ফুলগাজী বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান,নিঃস্ব হয়ে গেছে চার ব্যবসায়ী।শনিবার ভোরে ফুলগাজীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।দোকানগুলোতে থাকা জিনিসপত্র মালিকেরা কিছুই বের করতে পারেননি।আগুনে দোকানের ভেতরে থাকা চারটি টমটমও পুড়ে যায়।
খবর পেয়ে ফেনীর ফুলগাজী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে দোকান মালিকদের ধারণা,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।পুড়ে যাওয়া দোকানের মালিকরা হলেন ফুলগাজীর বাসুরা গ্রামের বেলাল খন্দকারের টমটম দোকান,পরশুরামের নিচ কালিকাপুর গ্রামের মহিউদ্দিনের পুচকার দোকান,
বরইয়া গ্রামের সুমনের টমটম দোকান,বরইয়া গ্রামের শামীমের টমটম গ্যারেজ।এই অগ্নিকাণ্ডে তারা চারজনই নিঃস্ব হয়ে পড়েছেন।