
তেতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের ঘটনা ২ যুবককে আটক বিজিবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করায় দুই যুবককে আটক করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২৩ মে) দুপুরের পর তাদের তেঁতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে আটক করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম। আটক হওয়া দুই যুবকের নাম ফারুক হোসেন (২০) ও রাব্বি হোসেন (২১)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাইছো গ্রামে।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন। সম্প্রতি ভারতে থাকা বাংলাদেশিদের আটকের আতঙ্কে তারা গত ২০ মে ২০২৫ তারিখ ভারতের কলকাতা শহর হতে ট্রেন যোগে শিলিগুড়ি জেলার বিজিবি রেলস্টেশনে আসে। পরবর্তীতে পায়ে হেঁটে ভারতের মুড়িখাওয়া গ্রাম হয়ে সীমান্ত তাঁরকাটা বিহীন ফাকা এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবি তাদের দেখতে পেয়ে আটক করে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন,আ টকের পর জিজ্ঞাসাবাদে জানায় তারা সাম্প্রতিক ভারতে বাংলাদেশি আটকের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পালিয়ে আসে। এসময় আটক হয়। তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।