বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল
বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম। প্রায় ৭৩ শতক জমিজুড়ে বিস্তৃত গাছটি থেকে এবার ৩০ থেকে ৪০ মণ আমের আশা করছেন মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা মন্ডুমালা গ্রামে সুবিশাল ঐ সূর্যপুরী আমগাছ এলাকায় গিয়ে দেখা যায়, দেখতে বাগান মনে হলেও একটি গাছেই ঝুলছে আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট।
গাছটির অদ্ভুত দিক হলো ডালগুলো। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু। মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতো।
গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এদিকে দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে এলেও জায়গাটিতে এখনো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। মোঃ সিয়াম নামের এক দর্শনার্থী বলেন, গাছটি দেখার জন্য প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আমার মতো অনেকেই আসেন। কিন্তু দর্শনার্থীদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। গাছটি ঘিরে পুরো এলাকাটির আরও সৌন্দর্যবর্ধন করা প্রয়োজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn