শনিবার - ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে পতিতাবৃত্তি, পুড়িয়ে দিলেন জনতা

কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে পতিতাবৃত্তি, পুড়িয়ে দিলেন জনতা

 

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কস্থ সদর উপজেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় হাইওয়ের পাশে পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পতিতাবৃত্তিতে লিপ্ত থাকায় পুড়িয়ে দিয়েছেন জনতা।

রবিবার (৬ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মহিষাডাঙ্গা (১১ মাইল) এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় জনতা।

এ সময় অগ্নিসংযোগ করাসহ টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। যারাই এই কাজ (ভাঙচুর-অগ্নিসংযোগ) করেছেন ভালো করেছেন। প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পুড়িয়ে দেওয়া হোটেল মালিকগুলো হলেন-
শেকম মণ্ডল, জাহাঙ্গীর মণ্ডল, হারুন বিশ্বেস ও ওহেদ।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হোটেল মালিকদের পঞ্চাশোর্ধ্ব নারীদের হোটেলের কাজে রাখার বিষয়েও বলা হয়। রমজানে হোটেলগুলো বন্ধ ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn