বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ

কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ

 

টাঙ্গাইলের কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় ইকরা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতুটিয়া কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মুফতি কাওসার বিন আব্দুল লতিফ।

বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাদ্রাসার সহ-সভাপতি ওয়াহেদ আলী গেন্দা
কালিহাতী উপজেলা এতিমখানার সুপার মাওলানা আব্দুর রহিম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক শুভ্র মজুমদার ও সৈয়দ মহসীন হাবীব সবুজ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুফতি কাওসার বিন আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। এই বৃত্তি তোমাদের শিক্ষার পথে আরও উৎসাহিত করুক।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সমাপ্তি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মো. মানছুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
০১৭১২৯০৮০৬৮

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn