শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রর 

বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রর

 

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে পরিবারের সদস্যদের সাথে গোসলে করতে গিয়ে উৎসব কর্মকার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্র বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে। সে তার বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে যমুনা নদীতে গোসল করতে নদীতে নিখোঁজ হয়েছে।

আজ রবিবার দুপুর ১.৩০ মিনিটের সময় বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা ঘাট এলাকায় গোসলের সময় যমুনা নদীর স্রোতের পাকে তলিয়ে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী জানান, উৎসব কর্মকার তার মায়ের সাথে পেচাকোলা ঘাটে যমুনা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। তাকে স্থানীয় ভাবে অনেক খোজাখুজি করা হলে তাকে পাওয়া যায় না।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর ২.৩০মিনিটের দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত উৎসব কর্মকারের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn