বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মোস্তফা ফিলান্সিং ইনস্টিটিউটে ওসি সুমন তালুকদারের মতবিনিময়

মোস্তফা ফিলান্সিং ইনস্টিটিউটে ওসি সুমন তালুকদারের মতবিনিময়

 

জামালপুরের ইসলামপুরে মোস্তাফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার কম্পিউটার উইন্ডোজ এবং কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে ধারণা দেন এবং সবার সাথে মতবিনিময় করেন।

বুধবার (১২ জুন) বিকালে মোস্তফা ফিলান্সিং ইনস্টিটিউটে তিনি আগমন করেন। এতে শিক্ষার্থীদের প্রাথমিকভাবে সফল ফ্রিলান্সার কিভাবে হওয়া যায় সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।

ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আলমগীর উক্ত ট্রেনিং সেন্টারটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন। সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিকভাবে ৩২০ জন শিক্ষার্থীকে ফ্রিলান্সিং শেখানো হচ্ছে।

জানা যায়, ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে যাদের স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে তাদেরকে চূড়ান্তভাবে ফ্রিল্যান্সিং শেখানো হবে । বর্তমানে ৩২০ জনকে বেসিক কম্পিউটারের ধারনা দেয়া হচ্ছে।

কতজনকে চূড়ান্তভাবে ফ্রিল্যান্সিং শেখানো হবে এ সম্পর্কে জানতে চাইলে সোহান নামক এক শিক্ষার্থী বলেন, যতটুকু অধ্যক্ষ স্যারের কাছে জানতে পেরেছি মাত্র ৬০ জনকে বাছাই বিবেচনা করে চূড়ান্তভাবে ফ্রিল্যান্সিং শেখানো হবে। তবে এই ৬০ জনকে শর্তসাপেক্ষে শেখানোর কথা বলা হয়েছে।

মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ৮ জন শিক্ষক এবং কিছু কর্মচারী নিয়োজিত আছেন। ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি তৈরি করা। চলমান ব্যাচ শেষ হলে পরবর্তীতে আবারো নতুন ব্যাচে শিক্ষার্থীর ভর্তি করানো হবে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ উক্ত ট্রেনিং সেন্টারটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সার তৈরির জন্য প্রতিষ্ঠা করেছেন। তার স্বপ্ন ইসলামপুরের মধ্যে যেন কোনো বেকার না থাকে। সবারই যেন কর্মসংস্থান হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn