বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাফিনের বিজয়ের আনন্দে ভাঁসছে চিলমারীবাসী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা। তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন, কুড়িগ্রাম জেলায় ঐতিহ্যবাহী চিলমারী উপজেলার কৃতি সন্তান মোঃ শাফিন আহমেদ। গত সমবার (১৯ শে জুন) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ পেয়েছে। বিজয়ী এই শাফিনের বাবার গ্রামের বাড়ি “চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজরা তবকপুর (ফৈলামারী) গ্রামে”। তার বাবার নাম মোঃ সেকেন্দার আলী ও মায়ের নাম মোছাঃ পলি খাতুন। চাকুরি করার জন্য পরিবারের সবাই তারা ঢাকা উত্তরায় থাকতেন, তখন থেকে এখন পর্যন্ত সবাই ঢাকা উত্তরায় আছেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে শাফিন আহমেদ দ্বিতীয়। শাফিন আহমেদ ঢাকায় “রাজউক উত্তরা মডেল কলেজ” থেকে ২০২০ সালে মাধ্যমিক এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত হয়ে (গোল্ডেন) এ উত্তীর্ন হন। তিনি এ বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায়- ২৪৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষায়- ১০৩ তম এবং ইসলামিক ইউনিসার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) তে- ১৪ তম স্থান অধিকার করেছেন। শাফিন আহমেদ বলেন, আমি খুবই খুশি হয়েছি। যদি ও প্রথম স্থান অধিকার করার আশায় আমি পরিক্ষা দেইনি। ইচ্ছা ছিল সিএসই নিয়ে পড়ব। প্রথম হওয়াতে সে ইচ্ছা আমার পুরন হয়েছে। এ জন্যই অনেক আনন্দ লাগছ। তিনি আরও বলেন, সঠিক সিদ্ধান্ত ও কঠিন সাধনা থাকলেই নিজের লক্ষ স্থানে পৌছানো সম্ভব হয় বলে আমি মনে করি। তবে বুয়েটেই ভর্তি হব বলে জানান শাফিন আহমেদ। শাফিন আহমে এর বাবা মোঃ সেকেন্দার আলীর সাথে কথা হলে তিনি বলেন, ঢাকায় থাকলেও আমরা হলাম চিলমারীর মানুষ এটাই বাস্তব। ছেলের এই সাফল্যে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তিনি আরও বলেন, সন্তানদের কারণে বাবা-মা আনন্দিত হয়। তিনি বলেন শাফিন আহমেদ সিএসই নিয়ে পড়তে চায়, তাই সবাই ওর জন্য দোয়া করবেন। এ দিকে তার এই সাফল্যে আনন্দিত হয়েছেন, তার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশি, তার নিজ এলাকার মানুষ এমনকি গোটা উপজেলায় তার এই সাফল্যের আনন্দের জোয়ারে ভাঁসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn