বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যােগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) কক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক, বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলা। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আবদুল মান্নান মোনাফ, সামসুল আলম চেয়ারম্যান, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, শফিউল আজম শেফু, দুনীতি প্রতিরোধ কমিটি বোয়ালখালী সভাপতি মোঃ নুরুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেনেআরা, পোপাদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুল আলম মুন্না, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সভায় পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ভয়াবহতা ধারণ করেছে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সারোয়াতলী ইউপি চেয়ারম্যান বলেন, ডাকাত সদ্দার নুরুল আবছার জেল থেকে জামিনে বের হাওয়ায়তে এলাকাবাসী শঙ্কিত। বোয়ালখালীর তালিকাভুক্ত চোর ও ডাকাতদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তরা। আগামী ২৯জনু পবিত্র ঈদ উল আযহাসহ, হাটবাজারের কেউ হাসিল যাতে বেশি নিতে না পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করতে অনুরোধ জানানো হয়। বোয়ালখালীর অনেকগুলো কালভার্টের মুখ স্বার্থন্বেশী মহল দ্বারা বন্ধ রয়েছে, জলাবদ্ধতা নিরসনে বন্ধকৃত কালভার্টের মুখগুলো খুলে দিতে প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান সহযোগীতা কামনা করেন বক্তরা। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সমস্যাদি দ্রুত সমাধান জন্য পদক্ষেপ নিতে বলা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn